come to mukthi and learn the truth
আওয়ামী লীগের অর্জিত সম্পদ "স্বাধীনতা ও সার্বভৌমত্ব" আওয়ামী লিগকেই রক্ষা করতে হবে।
আওয়ামি লিগ সরকার তথা জননেত্রী শেখ হাসিনার সরকার বাংগালী জাতির ভাগ্যোন্নোয়নে বিগত সকল সরকারের চেয়ে ঢের সফলতা অরজন করলেও দুটি ক্ষেত্রে আজো চরম ব্যর্থতা রয়েছে। আওয়ামি লিগের শীর্ষ নীতি নির্ধারকগণ ক্ষমতার মোহনীয় পদে আসীন থাকার কারনে এ দূটি বিষয় নিয়ে দলের ভবিষত ভরাডুবির আশংকাকে এড়িয়ে যেতে চাইলেও জননেত্রী শেখ হাসিনা মর্মে মর্মে অনুভব করেন। কারন তিনি অতীতের নীতি নির্ধারকদের মনগড়া ভুল নীতিমালাসমূহের ভয়াবহ পরিনতি সচক্ষে দেখেছেন। তারই পিতা জাতিরজনক বংগবন্ধুর উপর চাপিয়ে দেয়া রাষ্ট্রীয় ও দলীয় ভবিষত পরিকল্পনায় অনভিজ্ঞতার সুষ্পষ্ট যে ফলাফল হতে পারে তাই হয়েছে। মাসুল দিয়েছেন। হারিয়েছেন। মা বাবা ভাই আত্তীয় পরিজন।
ডিজিটাল বাংলাদেশ রুপকল্প ২০২১ গড়ার ক্ষেত্রে যেখানে সফলতা আসার কথা ৬০% ভাগ, সেখানে ৪০% ভাগ সফলতালাভ করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের রন্দ্রে রন্দ্রে ১৯৭৫ থেকে ১৯৯৬ এই সুদীর্ঘ সময়ে জামাত বি এন পি তথা স্বাধীনতা বিরোধীশক্তি ওদের নিজস্বার্থ রক্ষার্থে আওয়ামী বিধংসী কামানের মত জনবল পুনর্বাসন ও ক্ষমতায়ন এমনভাবেই করে গেছে যে শেখ হাসিনার জীবদ্দ্বশায় পাকিস্তান আই এস আই'র পদলেহী শুকরের প্রজনন খামারবাড়ীতে পরিনত করা এ বিশালাকায় সুদূরবিস্তৃত জঞ্জাল ছাপ করতে জননেত্রীকে আর একবার জন্ম নিতে হবে; এ অনিচ্ছাকৃত ব্যর্থতাকে আমি ১০০% ভাগ সফলতালাভ কি করে বলি? যারা তেল আর ঘি মাখেন, তারা মাখুন। আওয়ামী লীগের প্রশংসায় গলা ফাটিয়ে ফেলুন; এ দেশের মহান মুক্তিযুদ্ধে সাড়ে সাত কোটি মানুষের প্রাণের দাবী স্বাধীনতায় নেত্রিত্ব দিয়েছে আওয়ামী লীগ, রক্ষা করবে কি জামাত ই ইসলাম আর কগালেদা ফালু? তাতো নয়। আমার মাথার বোঝা আমাকেই বহন করতে হবে, আমার সহায় সম্বল সোনা গহনা আমাকেই যত্ন ও সংরক্ষন করতে হবে। যদি না পারি তবে ব্যর্থতার গ্লানি আমাকেই কুড়ে কুড়ে খাবে। মানুষ প্রতিবেশী বন্ধু বান্ধব আমার ব্যর্থতার জন্য আমাকেই গাল মন্দ করবে। কাজেই, আওয়ামী লীগের অর্জিত সম্পদ "স্বাধীনতা ও সার্বভৌমত্ব" আওয়ামী লিগকেই রক্ষা করতে হবে। সুতরাং জঞ্জাল ছাপ তথা যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগকেই করতে হবে, পাছে আরো বড় ধরনের ঝড় ঝঞ্জা ভয়ংকরতম প্রলয়কাল বাংগালী জাতির জীবনে না আসে। এ বিচার প্রক্রিয়াদির গতি আর দ্রুত হওয়া উচিত ছিল। ওদের আইনানুযায়ী পাপের শাস্তি পেতেই হবে। নইলে ৪৫ বছর বয়সের শুকরের ঘরে আরো শুকর জন্ম নেবে আর বাধার স্রিষ্টি করবে সকল উন্নয়নের।
মুক্তিযোদ্ধা মোকতেল হোসেন মুক্তি
সভাপতি সময়৭১
প্রতিষ্ঠাতা সভাপতি
মালদ্বীপ আওয়ামী লীগ
সহ সভাপতিআওয়ামী তরুন লীগকেন্দ্রীয় কমিটি
No comments:
Post a Comment
thanks for your important comments