৭১ সাল জাতির স্বাধীনতা প্রাপ্তির বছর
৭ ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন মুক্তিযুদ্ধের সুচনা
২৬ শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনা
১৭ ই এপ্রিল মুজিবনগর সরকার ঘোষনা
৬ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত মিত্রবাহিনী
১৬ ই ডিসেম্বর পাক বাহিনীর অাত্মসমর্পন
১৬ ই ডিসেম্বর স্বাধীনতা প্রাপ্তির বিজয় দিবস
১০ই জানুয়ারী ৭২ বুঙ্গবন্ধুর স্বদেশ প্রর্ত্যাবর্তন
পাক বাহিনীর ধংশযজ্ঞে লন্ডভন্ড স্বাধীন দেশ
দেশ গড়ার প্রত্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু
১৯৭৪ সালে দেশী- বিদেশী স্বাধীনতার শত্রুদের কবলে বাংলাদেশ ও বঙ্গবন্ধু
১৯৭৫ সাল জাতির ইতিহাসে কলংকিত সাল
১৯৭৫ সালের ১৫ অাগষ্ট জাতির ইতিহাসের
মহানায়ক স্বাধীনতার মহাকাব্যের মহাকবি
জাতির জনকের মহাপ্রয়াণ ৷ দেশী বিদেশী
স্বাধীনতার শত্রুদের বুলেটে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে পাপিষ্টের দল ৷ জাতি
মর্মাহত স্থম্বিত ও শোকাহত হৃদয়ে ক্ষোভ
নিন্দা ও প্রতিরোধ গড়ে তোলে শোককে শক্তিতে পরিনত করে খুনীদের বিচার ও রায়ে
মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে ৷ জাতি বঙ্গবন্ধুর খুনীদের রায় কার্যকর করার জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারাবদ্ধ ৷ জাতির গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশে
অামরাও ৷
No comments:
Post a Comment
thanks for your important comments